ক) অত্র প্রতিষ্ঠান বিভিন্ন অর্থ বৎসরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র জনগণের মধ্যে (অগভীর নলকূপ, পাতকূপ,তারা ডেভহেড নলকূপ, ডিএসপি নলকূপ, গভীর নলকূপ, ইনফিল্ট্রেশন গ্যালারী ইত্যাদি) সরকার নির্ধারিত সহায়ক চাঁদা পরিশোধের ভিত্তিতে ও উপজেলা পরিষদ কর্তৃক স্থান নির্বাচন তালিকার মাধ্যমে স্থাপন ও পুন:স্থাপন সহ বিভিন্ন পানির উৎস বিতরনের মাধ্যমে জনগনের মাঝে সুপেয় পানির চাহিদা মিটানোর চেষ্টা করা হয়।
খ) দপ্তরীয় নলকূপ মেকানিক দ্বারা স্থাপিত পানির উৎসের (অগভীর নলকূপ, পাতকূপ,তারা ডেভহেড নলকূপ, ডিএসপি নলকূপ, গভীর নলকূপ, ইনফিল্ট্রেশন গ্যালারী ইত্যাদি) রক্ষনাবেক্ষন ও মেরামত এবং পানির উৎসের তত্ত্বাবধাগনকে প্রশিক্ষন প্রদান করা হয়।
গ) পানির উৎসে আর্সেনিক ও আয়রন এর উপস্থিতি কার্যালয়ে এবং মাঠ পর্যায়ে পরীক্ষা করন।
ঘ) সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে নলকূপের খুচরা যন্ত্রাংশ বিক্রয় পূর্বক সরকারী কোষাগারে জমা করা হয়।
ঙ) ১০০% স্যানিটেশন কভারেজ অর্জনের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কাজ সহ সরকার কর্তৃক নির্ধারিত স্বল্প মূল্যে বিক্রয়ের মাধ্যমে সরকারী কোষাগারে জমা করা হয়।
চ) স্বাস্থ্য সম্মত পায়খানা নির্মান/ব্যবহারের জন্য জনগনকে উদ্ভুদ্ধ করন ও গনসচেতনতা সৃষ্টি করা হয়।
ছ) জিওবি-ইউনিসেফ প্রকল্পাধীন স্কুল স্যানিটেশন প্রোগ্রামের আওতায় সরকারী/রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে পানির উৎস স্থাপন ও ল্যাট্রিন নির্মান বিষয়ে প্রশিক্ষন এবং নির্মান কাজে কারিগরি সহয়তা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস